বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে : শেখ সেলিম

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম আজ বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌর পার্কের নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। এই নির্বাচন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার নির্বাচন। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌর পার্কের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, তারেক রহমান লন্ডনে বসে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। লন্ডন থেকে এসে দাঁড়াক নির্বাচনে। নির্বাচনে এলে তাদের জামানত থাকবে না। পারলে ঢাকায় এসে অসহযোগের ডাক দিক। তিনি আরও বলেন, যত পর্যবেক্ষক আসুক না কেন বাংলার জনগণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যাবে। আর ২১ আগস্ট বানাতে পারবে না।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বারবার আমাদের আঘাত করেছে। আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণকে নিয়ে আওয়ামী লীগ সব সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির টিকে থাকার নির্বাচন। পাকিস্তানের এজেন্ট বিএনপি-জামায়াত, স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ট্রেনে আগুন দিয়ে মা-শিশু হত্যা ও যানবহনে অগ্নি সংযোগকারীদের বিচার করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, সহসভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, রঞ্জিত কুমার বাড়ৈ (গামা), শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেঠ মুন্সী মো. আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।