গাজীপুরে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/06/gazipur.jpg)
গাজীপুরের চান্দনা এলাকায় একটি ভোটকেন্দ্র এবং তেলিপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে আগুন দেওয়ার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘শুক্রবার গভীর রাতে তেলিপাড়া এলাকায় টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুল ভবনের সাতটি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই খাতা, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।’
আবদুল্লাহ আল আরেফিন আরও বলেন, ‘একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। আগুনে স্কুলটির আলমারি ও বইপত্র পুড়ে গেছে।’
এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।