স্বতন্ত্রপ্রার্থীর নামে নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট
কুমিল্লায় নির্বাচনের আগের দিন স্বতন্ত্রপ্রার্থীর নামে পদত্যাগের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। ভোটের দুদিন আগে থেকে (শুক্রবার) ওই নির্বাচনি আসনের বিভিন্ন এলাকায় এ ভুয়া লিফলেট ছড়ানো হচ্ছে।
ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) এ অভিযোগ করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘দুই দিন ধরে তারা দেবিদ্বারের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভুয়া পোস্টার ছড়িয়ে দিয়েছে। এসব পোস্টারে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোনো সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দশ্য প্রণোদিত। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।’
স্বতন্ত্রপ্রার্থী মো. আবুল কালাম আজাদ আরও বলেন, ‘ প্রদানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার কাছে ৩০০ লোক আছে। কিন্তু নৌকা প্রত্যাশী তিন হাজার ৩০০। তাই বলব, আমি ৩০০ জনকে নৌকা দিয়েছি। তোমরা যদি নির্বাচনে জয়ী হতে পার এতে আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। কিন্তু আমাদের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল তাঁর সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করতে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঘরে গিয়ে ভোটারদের আতঙ্কিত করছে। রাজী ফখরুলের নেতা আবুল কাশেম ওমানী আমার ছেলেদের আটকে রেখেছে। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছি। যাই করুক দেবিদ্বারের মানুষ জানে এসব কুচক্রী মহল এর আগেও বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা অপবাদ রটিয়ে কোনো অসুবিধা করতে পারেনি। এবারও পারবে না। ঈগলের বিজয় নিশ্চিত।’
রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, ‘আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া কথা।’
আবুল কাশেম ওমানী আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে আবুল কালাম আজাদ যে অভিযোগ দিয়েছেন তাও ভুয়া। আমাদের এলাকার ছেলেদের আটকে রাখলে আমি গিয়ে ছাড়িয়ে দেই। আমার বয়স হয়েছে, এসব বিষয়ে আমি কীভাবে দায়ী?’