ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

Looks like you've blocked notifications!

ভোলার লালমোহনে ভোটকেন্দ্রে মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। ওই সময় তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন।