সময়মতো ব্যালট পৌঁছানোর চ্যালেঞ্জ ওভারকাম করেছি : রাশেদা সুলতানা

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ফাইল ছবি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটের দিন সকালে ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা ওভারকাম করতে পেরেছি।’ 

আজ রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এই নির্বাচন কমিশনার।

রাশেদা সুলতানা বলেন, ‘ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফলাফল ঘোষণা নিয়ে আরও যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোও আমরা ওভারকাম করতে পারব।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো। কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি।’