ভোটার উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি দেখে যা বললেন জাপানের তিন সাংবাদিক

Looks like you've blocked notifications!
আজ রোববার ঢাকা-১৭ আসনের বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শন করেন জাপানি সাংবাদিকরা। ছবি : এনটিভি

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে এসেছিলেন জাপানের তিন সাংবাদিক। ভোটার উপস্থিতি নিয়ে আরফারিজ নামের এক সাংবাদিক বলেন, ‘ভোটার উপস্থিতি কম। বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নেয়নি, তাই ভোটার উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে আমাদের কাছে।’

আজ রোববার (৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে আসা জাপানি সাংবাদিকরা এ কথা বলেন।

এ সময় জাপানি সাংবাদিক আরফারিজ বলেন, ‘আমরা বাংলাদেশে এসেছি এদেশের নির্বাচন দেখতে। বিগত নির্বাচনের প্রেক্ষাপট, নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তবে এবারের নির্বাচন এবং নিরাপত্তার সার্বিক পরিস্থিতি দেখে এই নির্বাচনকে ১০০ তে ৯০ দেব আমি।’ 

তবে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না সেই দিক বিবেচনা করে ১০০ তে ৭০ দেওয়ার কথা জানান তিনি।

জাপানের সঙ্গে বাংলাদেশের ভালো কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে আরফারিজ আরও বলেন, ‘আমরা যেটা চেয়েছি- বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেটা আমরা এবারের নির্বাচনে দেখতে পেয়েছি। এজন্য আমাদের কাছে এবারের নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক মনে হয়েছে।’