সালমান এফ রহমান আবারও বিজয়ী

Looks like you've blocked notifications!
সালমান ফজলুর রহমান। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা। পরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে আসে তার বিজয়ের তথ্য।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৭৪৬ ভোট।

ঢাকা-১ আসনে সালমান এফ রহমানের প্রতীদ্বন্দ্বী ছিলেন—জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আ. হাকিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী মো. করম আলী, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী শেখ মো. আলী, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মুফিদ খান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী সামসুজ্জামান চৌধুরী।