বিপুল ভোটে বিজয় ব্যারিস্টার সুমনের

Looks like you've blocked notifications!
সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ সাবেক কেন্দ্রীয় যুবলীগনেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ সাবেক কেন্দ্রীয় যুবলীগনেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে বিপুল ভোটে ধরাশায়ী হলেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসনটি গঠিত। এ আসনে মোট আট প্রার্থী ছিলেন। নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাপ্ত ভোট এক লাখ ৬৯ হাজার ৯৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

এ আসনের মোট ভোটার চার লাখ ২৭ হাজার ৫৫৭ জন। মোট কেন্দ্র ছিল ১৭৭টি।