টানা চতুর্থবার বিজয়ী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ-৩ আসনে টানা চুতর্থবার নৌকা প্রতীকে বিজয়ী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে মানিকগঞ্জ-৩ আসন থেকে টানা চুতর্থবার নৌকা প্রতীকে বিজয়ী হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।

রোববার রাতে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ছয় প্রার্থী। মোট ১৪৩টি কেন্দ্রের মধ্যে সাটুরিয়া উপজেলার ৬০টি কেন্দ্র থেকে জাহিদ মালেক নৌকা প্রতীকে পান ৫৯ হাজার ৪১১ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল পান দুই হাজার ৫৯৮ ভোট।

এদিকে মানিকগঞ্জ সদর উপজেলার ৮৩টি কেন্দ্রে জাহিদ মালেক পান ৬৭ হাজার ৩০৯ ভোট এবং মফিজুল ইসলাম খান কামাল পান দুই হাজার ৭৯৩ ভোট।

জাহিদ মালেক পেয়েছেন মোট এক লাখ ২৬ হাজার ৭২০ ভোট আর মফিজুল ইসলাম খান কামাল পাঁচ হাজার ৩৯১ ভোট।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শীতের সকালে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে এসে‌ছেন এবং শান্তিপ্রিয়ভাবে তাঁদের ভোট দি‌য়ে‌ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘ‌টে‌নি। সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লোকজন নৌকা মার্কায় ভোট দিয়েছেন।