নওগাঁ-২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি
এক প্রার্থীর মৃত্যুতে বাতিল হয়ে যায় নওগাঁ-২ আসন। এই আসন বাদে ২৯৯ আসনে গতকাল রোববার (৭ জানুয়ারি) হয় ভোটগ্রহণ। ময়মনসিংহ-৩ বাদে বেসরকারিভাবে করা হয় ফলাফল ঘোষণা। সেই বাতিল ঘোষিত নওগাঁ-২ আসনে নির্বাচনের নতুন দিনধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপণে ওই আসনে ভোটের নতুন দিন ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুতে স্থগিত গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত নির্বাচনি এলাকা হইতে ১ (এক) জন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহ্বান জানাচ্ছে।