প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মোস্তাফিজের রিট খারিজ
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। মোস্তাফিজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসমা জলিল।
এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জরুরি সংবাদ কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চট্টগ্রামের-১৬ আসনের পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে।’
বাঁশখালী উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। ভোটের মাত্র ৪৫ মিনিট আগে কেন প্রার্থিতা বাতিল করা হলো এমন প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকি প্রদর্শন করেছেন।’
মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকি প্রদর্শন করেছেন। চরম আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার এই প্রার্থিতা বাতিল করা হয়েছে।’
এর আগে নৌকার এ প্রার্থীর পুলিশের এক কর্মকর্তাকে ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।