বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসিক কাউন্সিলর হলেন ফরহাদ আলম

ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফরহাদ আলম। ছবি : এনটিভি
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফরহাদ আলম। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এই খবর নিশ্চিত করেন।
নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ত্রুটিযুক্ত মনোনয়ন দাখিল করায় যাচাই বাছাইকালে একই ওয়ার্ডের অপর প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। কিন্তু তিনি আর আপিল না করায় ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
আগামী ৯ মার্চ দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হবে মসিক নির্বাচনের ভোট গ্রহণ। দলীয় প্রতীক না থাকায় এবার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। তিলোত্তমা নগরী গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।