সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা : ইসি আনিছুর 

Looks like you've blocked notifications!
কুমিল্লা সার্কিট হাউসে কুসিক উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুসিক উপনির্বাচনের আইনশৃঙ্খলা সভা ও  প্রতিদ্বন্দ্বী প্রার্থী-নির্বাচনি এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ইসি আনিছুর রহমান বলেন, গত সিটি নির্বাচনের ফলাফলের মত্রই বিরতিহীনভাবে ফল প্রকাশ করা হবে। একাধিক কর্মকর্তা ফল প্রকাশের সময় থাকবেন। যেন বিরতিহীনভাবে ফলাফল প্রকাশ করা যায়।

ইসি বলেন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউজে সিটি করপোরেশন উপনির্বাচন উপলক্ষে  নির্বাচন কমিশনার আনিছুর রহমান আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। 

আইনশৃঙ্খলা সভা শেষে একই স্থানে  তিনি  চার প্রার্থীকে নিয়ে মতবিনিময় করেন।  এ সময় চার প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গে কথা বলেন। 

এ সময় হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দীন কায়সার ও টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তবে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা কোনো ভিযোগ করেননি।  

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোংনে থোয়াই মারমাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা,  নির্বাহ ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।