ফেনী ও কুমিল্লায় বন্যা দুর্গত মানুষদের উদ্ধার সহায়তায় কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লার বিবিরবাজার ও ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার সীমান্তবর্তী বন্যাদুর্গত পানিবন্দি জনসাধারণকে উদ্ধার সহায়তায় কাজ করে যাচ্ছে বিজিবি। গত দুইদিনের ভারী বর্ষণে মহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফেনী জেলার পরশুরম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসছে। পাশাপাশি উদ্ধারকৃত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরী শুকনা খাবারও বিতরণ করছে বিজিবি। ছবি : বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া