ফরিদপুরের শতবর্ষীয় ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা কুমার নদের পারচর দায়বাড়ী ঘাটে অনুষ্ঠিত হয়েছে। এবারের ভেলা বাইচে ২০ টি ভেলা অংশ নেয়। ভেলা বাইচকে কেন্দ্র কারে নদীর দুই পাড়ে জড়ো হয় হাজারো মানুষ। ছবিটি আজ শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯ তোলা। ছবি : ফোকাস বাংলা