চার রঙের ফুলকপি
৩৫ শতক জায়গায় রঙিন ফুলকপি চাষ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের সৌখিন চাষি প্রবাস ফেরত লিটন মিয়া। কসবা থেকে নয়নপুর সড়কের পাশ দিয়ে গেলেই আকছিনা ইদগাহের সাথে দেখা মিলবে তার এই শখের সবজি জমির। লিটনের জমিতে বর্তমানে, হলুদ,বেগুনি,সবুজ ও সাদা রঙের ফুলকপি রয়েছে। যার মধ্যে সবুজ ফুলকপিকে ব্রোকলি নামেই চিনে সবাই। এছাড়াও তার জমিতে বেগুনি ও সবুজ রঙের বাঁধাকপিও রয়েছে। প্রতিদিনই ৯০ থেকে ১০০টি ফুলকপি হারভেস্ট করে স্থানীয় বাজারে বিক্রি করছেন লিটনের প্রতি পিস ফুলকপি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে যা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

১ / ৪

২ / ৪

৩ / ৪

৪ / ৪