সুন্দরবনের কথা মনে হলেই আসে রয়েল বেঙ্গল টাইগারের কথা। তার সাথে মাথায় আসে হরিণের কথা। আমাদের দেশের ১২ প্রজাতির মাছরাঙার প্রায় বেশিরভাগেরই দেখা মিলবে সুন্দরবনে। তাছাড়াও যে এই অঞ্চলে দর্শনীয় আরো অনেক প্রাণী আছে। তারমধ্যে এই বনের করমজলে পাওয়া এশিয়ান ডোয়ার্ফ মাডস্কিপার বা নীল চিংড়ি মাছ। আছে সরীসৃপও। ছবি : ডয়চে ভেলে