ফেনীসহ দেশের বিভিন্ন বন্যা কবলিত জেলা গুলোতে ভয়াবহ বন্য পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর কাজ করে যাচ্ছে । ভারী বর্ষণে পানিবন্দি অসহায় মানুষদের বোটের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ করে চলছে নৌবাহিনী। পাশাপাশি, প্লাবিত এলাকা সমুহে জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে নৌবাহিনীর ডুবুরি দলও। এ ছাড়াও নৌবাহিনী চিকিৎসক দল পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইনসহ ও বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। ছবি : বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া।