সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ও সংশ্লিষ্ট সবাইকে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কর্তৃক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেনাপ্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকার চেক এবং পুরস্কার প্রদান করেন। এ ছাড়া সংশ্লিষ্ট অফিশিয়ালদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : আইএসপিআর