বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ গ্রামীণ মেলা। বিভিন্ন পালা পার্বণকে কেন্দ্র করে বছরজুড়ে প্রায় দশ হাজারেরও বেশি ছোট-বড় গ্রামীণ লোকজ মেলা বসে বাংলাদেশের আনাচে কানাচে৷ পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন সুন্দরবনের দুবলার চরে প্রতিবছর কার্তিক-অগ্রহায়নের পূর্ণিমা তিথিতে বসে রাসমেলা। মেলাটি চলে আসছে ১৯২৩ সাল থেকে। এ ছাড়া লাঙ্গলবন্ধের মেলা, গুড় পুকুরের মেলা, পোড়াদহের মেলা, রাশ লীলার মেলা, রথের মেলা, লালন মেলা, মধু মেলা ও বটতলায় বৌমেলা। ছবি : ডয়চে ভেলে