চিত্রনায়িকা পূর্ণিমাকে বিশেষ দিবসের নাটকে অভিনয় করতে দেখা যায়, আর গায়ক-অভিনেতা তাহসান খান সরব দুই মাধ্যমেই। নন্দিত এ দুই তারকাশিল্পীকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক সাগর জাহান। নাটকের নাম ‘ভালো বাসাবাসি’। আর কিছুদিন পরেই ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে সম্প্রচার হবে নাটকটি। শুটিং চলাকালে তাহসান ও পূর্ণিমার বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। দেখে নিন দারুণ সেসব স্থিরচিত্র।