নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের সাড়াজাগানো নায়িকা শাবনূর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে আছেন অনেকদিন থেকেই। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারসহ বসবাস করছেন। তবে নাড়ির টানে প্রতিবছরই দেশে আসেন। ক্যামেরার সামনে না দাঁড়ালেও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তিনি। পরেছিলেন কারুকাজ করা ঢিলেঢালা গোলাপি রঙের পোশাক। দেখে নেওয়া যাক ভক্তদের প্রিয়তমার সেই ছবিগুলো। ছবি : শামছুল হক রিপন