বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হতে চলেছে অন্তর্জাল তারকা অন্বিত কৌরের। তাও যে সে অভিনেতার সঙ্গে নয়। তাঁর প্রথম সিনেমার নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেই ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় টিকু চরিত্রে অন্বিত আর শেরু চরিত্রে অভিনয় করছেন নওয়াজ। সিনেমাটি প্রযোজনা করছেন কঙ্গনা রনৌত। ২০১০ সালে অন্বিত আট বছর বয়সে অংশ নেন ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টারে। পরের বছর ‘ড্যান্স কে সুপারস্টার’ প্রতিযোগিতায়। ২০১২ সালে ‘ঝলক দিখলা জা’র পঞ্চম মৌসুমে তাঁর নৃত্যদক্ষতা দেখেছেন সবাই। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২৯.৬ মিলিয়ন। সেখান থেকে দেখুন দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে