আফগানিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার মোঝদা জামালজাদা। জন্ম কাবুলে। দেশটিতে যুদ্ধ চলাকালে মাত্র পাঁচ বছর বয়সে সপরিবারে চলে যান কানাডায়। তাঁর অসংখ্য গান জনপ্রিয় হলেও সুপারহিট হয় ‘দোখতারে আফগান’ গানটি। আফগান নারীদের গল্প বিধৃত হয় গানটিতে। এ গানটিই তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। পান বেশ কয়েকটি পুরস্কার। চলতি বছরে তিনি ‘রেড শো’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া তাঁর জীবন ও সংগ্রাম নিয়ে বেরিয়েছে আত্মজীবনীমূলক বই ‘ভয়েস অব রেবেলিয়ন’, লিখেছেন রবার্তো স্ট্যালি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত-অনুরাগী এই পপতারকার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার চার লাখ ৬০ হাজার। একনজরে দেখে নিন এই তারকার দারুণ সব স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম