ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ সোনারিকা ভাদোরিয়া। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম নেওয়া এই সুন্দরীর বেশ কিছু চরিত্র সে দেশের টিভি দর্শকের মুখে মুখে। ‘দেবোঁ কে দেব—মহাদেব’-এ পার্বতী, ‘পৃথ্বী বল্লভ—ইতিহাস ভি, রহস্য ভি’-তে মৃণাল এবং ‘দস্তান-ই-মহব্বত সেলিম আনারকলি’-তে আনারকলি ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১২ লাখ, সেখানে প্রায়ই নিজের মুহূর্ত ভাগাভাগি করেন ভক্তদের সঙ্গে। দেখুন সোনারিকার কিছু প্রিয় মুহূর্ত। ছবি : ইনস্টাগ্রাম থেকে