সৌন্দর্যের সঙ্গে প্রতিভার বিচ্ছুরণ থাকলে ভাগ্যদেবীও নাকি হাত বাড়িয়ে দেন। আর এর বড় উদাহরণ হিসেবে উঠে আসে খ্যাতিমান গায়িকা, গীতিকার ও মডেল দুয়া লিপার নাম। ১৯৯৫ সালের ২২ আগস্ট জন্ম নেওয়া এই তারকা তাঁর সৌন্দর্য ও সংগীতপ্রতিভা দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের মন। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন লিপা। এরপর ২০১৫ সালে ‘ওয়ার্নার মিউজিক গ্রুপ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। দুয়া লিপার প্রথম একক অ্যালবাম ‘দুয়া লিপা’ মুক্তি পায় ২০১৭ সালে। অ্যালবামটি মার্কিন যুক্তরাজ্যের হিট অ্যালবামগুলোর তালিকায় তৃতীয় স্থানে ছিল। ২০১৮ সালে তাঁর গান ‘ওয়ান কিস’ মার্কিন যুক্তরাজ্যের টপ চার্টে প্রথম স্থান দখল করে। লিপার ঝুলিতে ‘ব্রিট অ্যাওয়ার্ড’সহ আরো বেশ কিছু পুরস্কার ও সম্মাননা রয়েছে। একঝলকে দেখে নিন এই সুন্দরী গায়িকার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : সংগৃহীত