করোনার প্রকোপ শুরুর পর থেকে শুটিং বন্ধ ছিল। যে কারণে কারো সঙ্গে দেখা নেই তাঁদের। দীর্ঘ চার মাস পর শুট শুরু হওয়ায় আবারও এক হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ টিম। গত সোমবার থেকে শুটিং শুরু হয়। এনটিভির জনপ্রিয় এ ধারাবাহিকটির নতুন পর্বের প্রচার শুরু হয়েছে গতকাল থেকে। গুণী নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ। একঝলকে দেখে নিন ‘ফ্যামিলি ক্রাইসিস’ শিল্পীদের প্রাণবন্ত স্থিরচিত্রগুলো। ছবি : ফেসবুক থেকে