মাত্র দুটো ছবি দিয়েই বলিউডে নিজের জাত চিনিয়েছেন নবাবজাদি সারা আলি খান। বাবা পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান। প্রথম ছবি ‘কেদারনাথ’ মোটামুটি ব্যবসা করলেও দ্বিতীয় ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ব্লকবাস্টার। এরই মধ্যে শেষ করেছেন আরো দুটি ছবির কাজ। গতকাল ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত তৃতীয় ছবি ‘লাভ আজ কাল’। প্রথম দিনই আয় করেছে ১২ কোটি রুপির বেশি। আর সোশ্যাল মিডিয়ায় সারার জনপ্রিয়তার কথা কে না জানেন। অল্প সময়ে তাঁর ফলোয়ার ১৮.৩ মিলিয়ন। তাঁর ছবি বা ভিডিও পোস্ট মাত্রই ভাইরাল। লাগাতার নিত্যনতুন ফটোশুট ইনস্টাগ্রামে শেয়ার করে যাচ্ছেন সারা, সেসব ছবি ঝড় তুলছে নেট-দুনিয়ায়। একঝলকে দেখে নিন সেসব মনোমুগ্ধকর স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম