‘সব কিছুরই সৌন্দর্য আছে। কিন্তু সবাই সেটি দেখতে পায় না। শুভ সকাল।’ এই কথা লিখে আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী পূর্ণিমা। এরই মধ্যে এক হাজার ৪০০ জন ব্যক্তি তাঁর সেই পোস্টে মন্তব্য করেছেন। শেয়ার হয়েছে দেড় শতাধিক। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত ‘শত্রু ঘায়েল’ ছবিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে। এরই মধ্যে অভিনয় করেছেন শতাধিক ছবিতে। ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ শিরোনামে দুটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি।