অন্তর্জাল তারকা ওকসানা নেভাসেলায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট পোশাক পরা দারুণ সব স্থিরচিত্রের জন্য বিখ্যাত। তাঁকে ‘পৃথিবীর সবচেয়ে যৌনাবেদনময়ী গণিত শিক্ষিকা’ ডাকা হয়। যদিও ১৭ বছরের এই সুন্দরী ভালো গণিত জানেন না! কিন্তু কেন এ খেতাব? খবরে প্রকাশ, তাঁর মতো দেখতে এক গণিত শিক্ষিকার ভিডিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। সবাই ভুল করে তাঁকে ওকসানা ভেবেছিল। তবে এই মধুর ভুলই তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ইনস্টাগ্রামে ওকসানার অনুসরণকারী সাত লাখের বেশি। এক নজরে দেখে নিন ইন্টারনেটে ঝড় তোলা এই রূপসীর দারুণ সব ফটোশুট।