হালিমা বোল্যান্ডের জন্ম কুয়েতে। বাবা ব্যবসায়ী ও মা শিক্ষিকা। কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ওপর লেখাপড়া করেন হালিমা। জনপ্রিয় টেলিভিশন শো ‘রিন ইয়া জারাস’-এর উপস্থাপনা করেন তিনি। সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিন তালালের কাছে তাঁর মালিকানাধীন রোটানা টিভির উপস্থাপক হিসেবে কাজ করার প্রস্তাবও পান তিনি। তবে সেখানে কাজ করেছেন কি না, জানা যায়নি। আলরাই টিভি, ফুনন টিভির জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। হালিমা মধ্যপ্রাচ্যের প্রথম উপস্থাপিকা, যার একটি অনুষ্ঠান ১২টি চ্যানেলে সম্প্রচার হয়। ২০১১ সালে ফুনন টিভিতে যোগদান করেন ৩৭ বছর বয়সী এ উপস্থাপিকা। এখন সেখানেই কর্মরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় এবং ইনস্টাগ্রামে ৩৫ লাখ ফলোয়ার আছে তাঁর। সম্প্রতি সৌদি আরবের বাদশাহর নাম করে তাঁর কাছে উপহার পাঠানো হয়। সৌদি সরকার বলছে, খবরটি ভুয়া। তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় আসেন হালিমা। ছবি : সংগৃহীত