নাট্যনির্মাতা সাগর জাহান পরিচালিত বৈশাখের একটি বিশেষ নাটকে অভিনয় করলেন জাকিয়া বারী মম ও মোশাররফ করিম। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পুবাইলে ‘এক বৈশাখী ভোরে’ নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও কলাকুশলীরা। সাগর জাহান জানান, নাটকের গল্পে দেখা যাবে রূপাকে তাঁর পরিবার বয়স্ক এক লোকের সঙ্গে বিয়ে দিতে চায়। রূপার চরিত্রে অভিনয় করেছেন মম। দেখুন শুটিংয়ের ফাঁকে তোলা কিছু মুহূর্ত। ছবি : সংগৃহীত