গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০২০’। এবারের ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০২০’-এর স্লোগান হচ্ছে ‘রানওয়ে অব লাইফ’। যার অংশ হিসেবে দেশ-বিদেশের তারকাদের সঙ্গে যোগ দিয়েছেন ট্রেসেমের শুভেচ্ছাদূত পিয়া জান্নাতুল। বাহারি পোশাকে উপস্থাপনা করে খেলার মাঠ কাঁপানো পিয়া ‘ফ্যাশন উইক’-এও সবার নজর কাড়েন।