মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী, টিকটক তারকা অন্বিত কৌর। কবিতা লিখতে ও আঁকতে ভালোবাসেন। তাঁর নামের আগে অনেক বিশেষণ যুক্ত। বয়স মাত্র ১৮, আর এরই মধ্যে অন্তর্জাল কাঁপিয়ে দিয়েছেন এ তরুণী। ২০১০ সালে আট বছর বয়সে অংশ নেন ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টারে। পরের বছর ‘ড্যান্স কে সুপারস্টার’ প্রতিযোগিতায়। ২০১২ সালে ‘ঝলক দিখলা জা’র পঞ্চম মৌসুমে তাঁর নৃত্যদক্ষতা দেখেছেন সবাই। ‘মেরি মা’ সিরিজে ঝিলমিল চরিত্রে অভিনয় করে পাদপ্রদীপের আলোয় আসেন। ২০১৪ সালে ‘মদার্নি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক, ‘মদার্নি টু’ ছবিতে অভিনয় করেছেন। প্রয়াত ইরফান খানের ‘করিব করিব সিঙ্গেল’ ছবিতেও অভিনয় করেছেন অন্বিত। তাঁকে ভারতের অন্যতম জনপ্রিয় টিকটক তারকা বলা হয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ১৩.৫ মিলিয়ন। বুঝতেই পারছেন, কী জনপ্রিয়। একঝলকে দেখে নিন এ তারকার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম