ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। সামাজিক পাতায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। আজ রোববার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের (পূণ্য) ও মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের সঙ্গে কয়েকটি ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে, পরী লেখেন, কখনও কখনও, একটি নিখুঁত পরিবার শুধুমাত্র একজন মা এবং তার বাচ্চারা। আমাদের নববর্ষ উদযাপন।’একইসঙ্গে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পূণ্য) নিয়ে খুনসুটিতে মেতেছেন তিনি। দেখুন, তাদের কিছু স্থির চিত্র। ছবি : পরী মণির ফেসবুক থেকে নেওয়া