কলকাতার সময়ের আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি। ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সফলতা পায় দর্শক মহলে। স্নিগ্ধ মুখশ্রী ও সাবলীল অভিনয়ের জন্য এরই মধ্যে আলোচিত হয়েছেন এ অভিনেত্রী। সামাজিক পাতায় বেশ সরব এই অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক কৌশানীর কয়েক ঝলক স্থির চিত্র। ছবি : কৌশানীর ফেসবুক পেজ থেকে থেকে নেওয়া