মুমতাহিনা চৌধুরী টয়া বাংলাদেশী মডেল, নৃত্যশিল্পী এবং টেলিভিশন অভিনেত্রী। বাংলা ভাষার বিভিন্ন টেলিভিশন নাটক এবং ধারাবাহিকগুলোতে কাজ করেন টয়া। অনেক বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় টয়া। চলুন, সেখান থেকে দেখে নেওয়া যাক তাঁর কয়েকটি স্থিরচিত্র।