যুক্তরাষ্ট্রজুড়ে ১৮ জানুয়ারি, শনিবার চতুর্থ বার্ষিক পদযাত্রায় লাখো নারী অংশ নেন। ওয়াশিংটনে ছিল এই পদযাত্রার মূল আয়োজন। নারীর অধিকার, পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বক্তব্যের প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগানে পদযাত্রায় অংশ নেন মার্কিন নারীরা। মূলত নারীদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও এ ‘নারী পদযাত্রা’র প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন পুরুষরাও। ২০১৭ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়ার পরদিন ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নারী অধিকার, নারীদের বিরুদ্ধে বৈষম্য ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার জন্য বিশ্বজুড়ে নারী অধিকারকর্মীরা ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন। ছবি : রয়টার্স