পর্বতপ্রেমীদের জন্য প্রকৃতি জার্মানিকে সাজিয়েছে অকৃপণ হাতে। কোথাও পাথুরে পর্বত, কোথাও হ্রদ, কোথাও বা শান্ত বনভূমির সৌন্দর্য্য উপভোগ করতে আপনার দক্ষ পর্বতারোহী হওয়ারও প্রয়োজন নেই। জার্মানির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন স্থির চিত্রে। ছবি : ডয়চে ভেলে