চীনে শিশুদের লালন-পালন নিয়ে কর্মশালা ২০ জুলাই, ২০১৭, ১৬:১২ আপডেট: ২০ জুলাই, ২০১৭, ১৬:১২ চীনের হাইনান প্রদেশে শিশুদের লালন-পালনসংক্রান্ত একটি বিশেষ কর্মশালার আয়োজন করে স্থানীয় এক শ্রমিক সংগঠন। এই কর্মশালায় লালন-পালনের বিভিন্ন কৌশল শেখাতে ডামি শিশু ব্যবহার করা হয়। ছবিটি স্থানীয় সময় ১৯ জুলাই-২০১৭, বুধবার তোলা। ছবি : রয়টার্স ১ / ৩ ২ / ৩ ৩ / ৩