যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিবাহিত সুন্দরী নারীদের নিয়ে আয়োজিত ‘মিসেস গ্লোব-২০১৭’ প্রতিযোগিতায় সেরা বক্তা হন ভারতের প্রতিনিধিত্ব করা বীণা জৈন। প্রতিযোগিতায় সেরা ১০ সুন্দরীর একজন ছিলেন তিনি। এবারের মিসেস গ্লোব হয়েছেন বেলারুশের সেতলানা কুজনেসোভা। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে বেঙ্গালুরুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বীণা। ছবিটি স্থানীয় সময় ৬ জুলাই-২০১৭, বৃহস্পতিবার তোলা। ছবি : আইএএনএস