ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষের নাম। আজ শনিবার সকালে প্রকাশিত তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে তিন কোটি ১১ লাখ মানুষের। নিজের ও স্বজনদের নাম নাগরিক তালিকায় আছে কি না, তা দেখতে রাজ্য সরকারের স্থাপিত এনআরসি কেন্দ্রগুলোতে লম্বা লাইন ধরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে হাজারো মানুষ। এ ছাড়া সাইবার ক্যাফেসহ অনলাইন সংযোগ রয়েছে এমন দোকানগুলোতে ভিড় জমাচ্ছে রামনগর, তারাপুর গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ। ছবি : রয়টার্স