যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন অ্যাসরিতা ফুরম্যান। তিনি তাঁর পেটের ওপরে একমিনিটে অসংখ্য তরমুজ কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন। এর আগে অ্যাসরিতা ফুরম্যানের মতো অনেকেই তরমুজ কেটেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করতে পারেননি। ছবিটি মঙ্গলবার,১৭ জুলাই-২০১৮ তোলা। ছবি : রয়টার্স