ইউরোপের দেশ স্পেনের উত্তরাঞ্চলের শহর প্যাম্পলোনা প্রতি বছর আয়োজিত করা হয় ‘সান ফার্মিন’ উৎসব। ষাঁড় দৌঁড়কে ঘিরেই আয়োজিত হয় এ উৎসব। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এ উৎসবে অংশ নিতে আসে। পাগলা ষাঁড়ের সঙ্গে পাল্লা দিয়ে সামনে-পেছনে দৌঁড়ায় উৎসবে অংশগ্রহণকারীরা। এতে আহতও হয় অনেকে। তবে আহতদের জন্য থাকে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। ছবিটি স্থানীয় সময় বুধবার, ১০ জুলাই উৎসব চলার সময় তোলা। ছবি : রয়টার্স