এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের বেশ কিছু এলাকার পাশাপাশি বৃহস্পতিবার বাংলাদেশের আকাশেও দেখা গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, বছরের শেষ সূর্যগ্রহণ হিসেবে দেখা যাওয়া এ গ্রহণ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আরব সাগরে ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে শুরু হয়।