আপনার কি কোনো প্রেমিক আছে? না থাকলে প্রেমিক ভাড়া করতে পারেন। ছবি এবং ভাড়াসহ এমন সব লোভনীয় বিজ্ঞাপন ইন্টারনেটে হরহামেশাই চোখে পড়ে। তবে এটি কোনো বেআইনি কাজ না। জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া দেওয়া হয়ে থাকে এবং এটি সেসব দেশে আইনসম্মত, যেখানে টাকার বিনিময়ে প্রেমিক ভাড়া দেওয়া হয়। পেশাটি সত্যিই অনেক অদ্ভুত, তাই না?