একটি-দুটি নয়। একটানা চারটি শিরোপা জয়। যার শেষটি এলো, আজ সোমবার কোপা আমেরিকার ফাইনালে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠে ছাড়েন লিওনেল মেসি। তিনি যখন মাঠ ছেড়ে ডাগআউটে যান তখন তার কান্নায় ভারী হয়ে ওঠে মায়ামির স্টেডিয়াম। সতীর্থরা অবশ্য সেই কান্না থামিয়ে মেসিকে দিলেন আরেকটি শিরোপা। দলের সেরা তারকার চোখের জল মুছে হার্ড রক উৎসবে ভাসল আর্জেন্টাইনরা। ছবি : এএফপি ও কোপা আমেরিকা