বাংলাদেশ নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে শুক্রবার (২৯ নভেম্বর) অন্যরকম একদিন উদযাপন করেছেন আয়ারল্যান্ডের মেয়েরা। বিসিবির ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিকশায় ঘোরেন তারা। ক্রিকেট বোর্ডের মূল ফটক থেকে শুরু হয়ে স্টেডিয়ামের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত রিকশা ট্যুরের পরিকল্পনা করা হয়। একটু পর সেগুলোতে ওঠেন আইরিশ মেয়েরা। ঢাকার ঐতিহ্যবাহী এই বাহনে বসার পর তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।