আইপিএলের শিরোপা জয় কলকাতার জন্য নতুন নয়। তবে, গত ১০ বছরে কাড়ি কাড়ি অর্থ ঢেলেও সোনালী সেই ট্রফি ছোঁয়া হয়নি দলটির। মাঝে একবার শিরোপা মঞ্চে উঠে ফিরতে হয় শূন্য হাতে। পুরো আসরে দারুন খেললেও চ্যাম্পিয়ন হওয়ার তকমা মেলেনি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ! চতুর্থবার ফাইনালে উঠে তৃতীয় শিরোপা জয় করল শ্রেয়াস আইয়ারের দল। ছবি : বিসিসিআই