নিয়মাবলী :

  • অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈধ জাতীয়তার প্রমাণ, যেমন—এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্মনিবন্ধনপত্র ইত্যাদি বাধ্যতামূলক।
  • অংশগ্রহণকারীর কোনো বয়সসীমা নেই।
  • ১৮ বয়সের নিচে অংশগ্রহণকারীর সঙ্গে অবশ্যই অভিভাবক থাকতে হবে।
  • অংশগ্রহণকারীর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
  • এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • প্রতিযোগিতার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২১। এই সময়সীমা কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে।
  • অনলাইন রেজিস্ট্রেশনের কোনো যান্ত্রিক ত্রুটির জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
  • অডিশনকালে অংশগ্রহণকারীর পারফরম্যান্সের যেসব ভিডিয়োচিত্র ধারণ করা হবে, তার অধিকারী শুধু কর্তৃপক্ষ থাকবে এবং এই ভিডিয়ো অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যেকোনো কাজে ব্যবহৃত হবে। এর জন্য অংশগ্রহণকারী কোনো ধরনের কপিরাইট দাবি করতে পারবেন না।
  • অডিশনকালে পারফরম্যান্সের সময় কোনো অংশগ্রহণকারী যদি আহত হন, এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অডিশনকালে সব অংশগ্রহণকারীকে তাঁর পারফরম্যান্সের সব উপাংশ নিজেকেই সংগ্রহ করতে হবে।
  • অংশগ্রহণকারী এই অনুষ্ঠানের সব নিয়মাবলী মেনে চলতে বাধ্য থাকবেন। এর ব্যতিক্রম হলে কর্তৃপক্ষ যে কাউকে বহিষ্কারের অধিকার সংরক্ষণ করে।